শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মিতু হত্যাকান্ডঃ রিমান্ড শেষে কারাগারে রবিন

| প্রকাশিতঃ ১৯ জুন ২০১৬ | ৬:১৫ অপরাহ্ন

Screenshot_9চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া শাহ জামান ওরফে রবিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ৭ দিনের রিমান্ড শেষে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য্য বলেন, রবিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোন তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে সে রবিন কিনা- তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে নগরীতে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, রবিনকে সাত দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তকে সে তেমন গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি। তবে মামলার প্রয়োজনে তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

প্রসঙ্গত গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সবগুলো সংস্থা মিলে এখন পর্যন্ত এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি তারা।