চট্টগ্রাম: নগরীতে সড়ক দূর্ঘটনায় নিহত একটি লাশের পরিচয় খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২০১৫ সালের ২৬ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে বায়েজিদ বোস্তামি রোড়ের টেক্সটাইল ও রুবি গেইটের মধ্যবর্তী বিএসআরএম ওয়ার হাউসের সামনের সড়ক থেকে ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি গাড়ি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা করে। কিন্তু দীর্ঘ দিন তদন্ত করার পরও জানা যায়নি, নিহত এই ব্যক্তি কে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মোহন লাল চন্দ রোববার একুশে পত্রিকাকে বলেন, মামলাটি তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। লাশের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় সংবাদ দেওয়া হয়েছে। এ অবস্থায় লাশের পরিচয় জানা জরুরী হয়ে পড়েছে।
একই প্রসঙ্গে পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- আনুমানিক ২৫ বছর বয়সী এই ব্যক্তির মুখমন্ডল লম্বা, গায়ের রং কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ে ফুলহাতা গোল গলা কালো গেঞ্জি ছিল। হাত-পা বাঁধা ছিল, বেগুনি রংয়ের সেন্ডো গেঞ্জি, পরনে ছাই রংয়ের গাবাডিং ফুল প্যান্ট।