মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ইন্টারনেট ফিরেছে স্বাভাবিক ছন্দে, সব সামাজিক যোগাযোগ মাধ্যম চালু

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ন


ঢাকা : সোমবার দুপুরের পর থেকে দেশে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করে।

সরকারি নির্দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পর্যায়ক্রমে চালু হওয়ার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও টিকটকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম আবার ব্যবহার করা যাচ্ছে।

এর আগে, রোববার দুপুর থেকে মোবাইল ইন্টারনেট এবং সোমবার সকাল থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল।

দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে গত ১৭ জুলাই থেকে দেশের ইন্টারনেট ব্যবস্থায় বিঘ্ন ঘটে আসছিল।