শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১০ আগস্ট থেকে হলের আসন বরাদ্দ প্রক্রিয়া শুরু

| প্রকাশিতঃ ৭ অগাস্ট ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কার্যক্রম আগামী ১৯ আগস্ট থেকে পুনরায় শুরু হবে।

এর আগে, ১০-১৪ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসন বরাদ্দের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ১৭ আগস্ট আসন বরাদ্দ দেওয়া হবে।

১৮ আগস্ট হল খুলে দেওয়ার পর ১৯ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।

এই সিদ্ধান্ত বুধবার (৭ আগস্ট) রাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান।

এর আগে, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।