চট্টগ্রাম : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চট্টগ্রামে আগমন ও চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়া উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের এক সমন্বয় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সবেক প্রতিমন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুস ছাত্তার, আলহাজ্ব মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়াকে বরণের পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কারো নামে স্লোগান ও শোডাউন প্রদর্শন না করার সিদ্ধান্ত হয়।