শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ ফুটসাল দলের নেপাল যাত্রার প্রস্তুতি শুরু

প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ন


চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের আসন্ন নেপাল সফরের প্রস্তুতি হিসেবে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) প্রশিক্ষণ মাঠে অনুশীলন উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ফুটসাল ফুটবল এসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও জাতীয় দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুশীলন উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিডিএফএ) সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ চুকবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ফুটসাল দলের ম্যানেজার নজরুল কবির দীপু, সহকারী ম্যানেজার তাহের আহমেদ, কোচ আবদুল হান্নান মিরন এবং সহকারী কোচ মো. শাহাবুদ্দিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় রেফারি আবদুল মুহিত মল্লিক সৈকত।

বাংলাদেশ ফুটসাল দল আগামী ২৫ আগস্ট নেপালের উদ্দেশ্যে যাত্রা করবে, যেখানে তারা ‘৫ম সাউথ এশিয়ান ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এ অংশগ্রহণ করবে।