রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অর্থ আত্মসাতের দায়ে সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদন্ড

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৬ | ৫:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে গ্রাহকের অর্থ আত্মসাতের দুই মামলায় রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা পূরবী দেবী বড়ুয়াকে ছয় বছরের কারাদন্ড ও অর্থ দন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন।

পূরবী দেবী বড়ুয়া রূপালী ব্যাংক চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ীতে অবস্থিত মহিলা শাখার সাবেক কর্মকর্তা। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানান, রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা পূরবী দেবী বড়–য়া ১৯৯৬ সালে ব্যাংকের সাতজন গ্রাহকের কাছ থেকে টাকা জমা নিয়ে গ্রাহকের জমা বইয়ে ব্যাংকের সিল সই দেন। কিন্তু তাদের হিসাব নম্বরে ১ লাখ ৪৫ টাকা জমা না দিয়ে নিজে আত্মসাৎ​ করেন। পরের বছর ২৮ জন গ্রাহকের ৯ লাখ ৩৪ হাজার ৪৬৬ টাকা তাদের হিসাব নম্বরে জমা না দিয়ে আত্মসাৎ​ করেন।

তিনি জানান, এসব ঘটনায় তার বিরুদ্ধে ২০০০ সালের ১ আগস্ট দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিদর্শক সিরাজুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেন। তদন্ত শেষে দুই মামলায় তার বিরুদ্ধে ২০১২ সালের ১৯ জুলাই অভিযোগপত্র দেয় দুদক। এক মামলায় ১৫ জন এবং অন্য মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দুই মামলায় তিন বছর করে মোট ছয় বছর কারাদন্ড দেন। এছাড়া গ্রাহকের কাছ থেকে আত্মসাৎ​ করা টাকা ফেরত না দিলে আরো ছয় মাসের কারাদন্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন আদালত।