রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম সার্কিট হাউসের শাপলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৭ | ২:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম: কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শনে যাবার পথে রাতে অবস্থানের জন্য চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পথে পথে নেতাকর্মী-সমর্থক ও উৎসুক জনতার ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়িবহর রাত ১১টায় সার্কিট হাউসে পৌঁছে।

সার্কিট হাউসের আনুমানিক দুই কিলোমিটারের মধ্যে নগরীর ওয়াসার মোড় থেকে আলমাস হয়ে কাজির দেউড়ি পৌঁছাতেই খালেদা জিয়াকে বহনকারী গাড়ির সময় লেগেছে আধাঘণ্টা। পথে পথে শুধু মানুষ আর মানুষ।

সার্কিট হাউসে পৌঁছার পর বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসনের পক্ষে এনডিসি শেখ নূরুল আলম। দলের নেতাকর্মীদের পক্ষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর তাকে স্বাগত জানান। পরে নেতারা খালেদা জিয়াকে সার্কিট হাউসের শাপলা ভিভিআইপি কক্ষে নিয়ে যান। সেখানেই রাতযাপন করবেন তিনি।

খালেদার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জেষ্ঠ্য নেতারাও সার্কিট হাউসে প্রবেশ করেন। এসময় চট্টগ্রামের দুই শীর্ষ নেতা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে সার্কিট হাউসের দোতলায় অবস্থান করতে দেখা যায়।

রোববার সকাল ১০ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে খালেদা জিয়ার রওনা দেবেন। দুপুরে কক্সবাজার সার্কিট হাউসে বিশ্রামের পর উখিয়ার দুটি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। কক্সবাজার সার্কিট হাউসে রোববার রাতযাপনের পর পরদিন তিনি গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। সেদিনও তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করে পরদিন মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশ্যে তার রওনা দেবার কথা রয়েছে।