চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন কক্সবাজার যাওয়ার পথে সরকারের সহযোগিতা কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, ফেনী থেকে চট্টগ্রাম আসার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা কারা করেছে জাতি তা দেখেছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির অন্তর্কোন্দলের কারণে হামলা হয়েছে। এটি সত্য নয়। এর আগে রাঙামাটিতে ত্রাণ দিতে যাওয়ার সময় রাঙ্গুনিয়াতেও আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীদের প্রশ্রয় দেওয়া কাম্য নয়। কেউ জেগে ঘুমালে কারও কিছু করার নেই।
তিনি বলেন, বিএনপি যাতে মানুষের কাছাকাছি যেতে না পারে সে জন্যই পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। বাধা দেওয়া হচ্ছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।