রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ঈদের পর পাহাড়ে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৬ | ৪:২২ অপরাহ্ন

চট্টগ্রাম: আসন্ন ঈদুল ফিতরের পর চট্টগ্রামের বিভিন্ন পাহাড় থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমিন। সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাহাড় ব্যবস্থাপনা কমিটির পঞ্চদশ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিভাগীয় কমিশনার বলেন, প্রাথমিক পর্যায়ে পাহাড়ে অবৈধ গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং এনজিওদের সব সেবা বন্ধ করা হবে। এরপর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহায়তায় দখলদারদের উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, প্রতিবছর বর্ষার শুরুতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। তবে প্রভাবশালীদের সহযোগিতায় আবার পাহাড়ের জমি বেদখল হয়ে যায়।

সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল জলিল, রেলওয়ের ভ’-সম্পত্তি কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মকবুল হোসেন, মেট্রো-অঞ্চলের পরিচালক আজাদুর রহমান, সীতাকুন্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভ’ঁইয়া, বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান।

প্রসঙ্গত জেলা প্রশাসনের হিসাবে চট্টগ্রামের ৩০টি পাহাড়ে দখলদাররা অবৈধভাবে বসতি স্থাপন করেছে। বর্ষা মৌসুমে এসব পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। দখলদারদের বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হলেও প্রশাসনের নজরদারীর অভাবে ফের দখল হয়ে যাচ্ছে পাহাড়।