চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ দিতে রোববার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কক্সবাজারমুখী খালেদাকে অভ্যর্থনা জানাতে চট্টগ্রামের পথে পথে অবস্থান নেয় দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কয়েকটি জায়গায় শিক্ষার্থীদেরও রাস্তায় নিয়ে আসা হয়েছে। বিএনপির এই শোডাউনে সীমিত হয়ে পড়ে যান চলাচল। এতে চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর দুর্ভোগ পোহাতে হয় মানুষকে।
এর আগে রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে পটিয়া হয়ে সাতকানিয়া-লোহাগাড়া পর্যন্ত কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় হাজারো মানুষের ঢল নামে। উচ্ছ্বসিত নেতাকর্মীদের কন্ঠে ছিল স্লোগান। চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কর্ণফুলী নদীর দু’পাড়ে ও এরপর পটিয়া থানার বিভিন্ন স্থানে রাস্তার দু’পাশে বিএনপি নেতাকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পটিয়ার শিকলবাহা এলাকায় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শতাধিক নারী ও তরুণীকে হলুদ শাড়ি পড়ে ফুলের ডালা নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চন্দনাইশ অংশের কয়কটি সেতুর ওপর ফুলের মালা দিয়ে বিএনপি নেত্রীর ছবি টাঙিয়ে রাখতেও দেখা গেছে।
খালেদা জিয়ার গাড়ির বহর পটিয়া অতিক্রম করার সময় পটিয়া আব্দুস সামাদ রাহাত উচ্চ বিদ্যালয় ও পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাস্তায় দেখা যায়। এছাড়াও পটিয়ার গাছবাড়িয়া এলাকায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরও দেখা গেছে।
এদিকে বিশাল গাড়ি বহর নিয়ে খালেদা জিয়ার সফরের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে। যানজটে গতিও কমে যায় গাড়ির। খালেদার গাড়িবহর শাহ আমানত শাহ সেতু অতিক্রম করার সময় কিছু মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান করায় যান চলাচল ধীর ছিল। গাড়ি বহর অতিক্রম করার সময় কোনও কোনও স্থানে কিছু সময় যানচলাচল খুব ধীর হয়ে যায়। এ কারণে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এর আগে শনিবার ঢাকা থেকে রওনা হয়ে ফেনীতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেন খালেদা জিয়া। পরে রাত ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে সেখানে রাত্রি যাপন করেন তিনি। রোববার রাতে কক্সবাজার সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন তিনি। সোমবার উখিয়ায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তার। খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাদের পাশাপাশি চট্টগ্রাম বিএনপির নেতারাও গাড়িবহরে আছেন।