রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জাল ভিসায় মানব পাচারের চেষ্টা, চারজনকে জেল-জরিমানা

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৬ | ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: তুরস্কের জাল ভিসা ব্যবহার করে মানব পাচারের চেষ্টার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার পর তাদেরকে এ দন্ড দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

দন্ডপ্রাপ্তরা হলেন- আশরাফুল রহমত (২৫), মনির ফরাজি (৩৫), হারুন শিকদার (৩৮) ও আব্দুল হালিম (৪১)। আশরাফুলকে এক বছর, মনিরকে ছয় মাস এবং হারুন ও হালিমকে তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, তুরস্ক নেওয়ার কথা বলে নুরুজ্জামান ও মুরাদ নামে ঢাকার মিরপুরের দুইজনকে রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন দন্ডপ্রাপ্তরা। অথচ তাদের ওয়ার্ক পারমিট ও ভিসা ছিল ভুয়া। সন্ধ্যায় বিমানবন্দরে তারা আরও এক হাজার ডলার করে দাবি করায় তাদের সঙ্গে নুরুজ্জামান ও মুরাদের তর্ক শুরু হয়। এসময় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ২০১৩ সালের ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন’ অনুযায়ী মানব পাচারের চেষ্টার অভিযোগে তাদেরকে দন্ড দেওয়া হয়েছে।