রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পের পথে খালেদা

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০১৭ | ১২:১৮ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণসহায়তা দিতে উখিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বেলা সোয়া ১১ টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জেলা বিএনপি সভাপতি শাজাহান চৌধুরী, কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নেত্রীর সঙ্গে আছেন।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে সড়কের দু’পাশে নারী-শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমেছে।ধানের শীষ হাতে নিয়ে মিছিল-স্লোগানে তাকে স্বাগত জানাচ্ছে হাজার হাজার মানুষ। হাতে প্ল্যাকার্ড নিয়ে নেত্রীকে একনজর দেখার জন্য নেতাকর্মী-সমর্থকদেরও প্রাণান্ত চেষ্টার কমতি নেই।

সূত্র জানায়, বিতরণের জন্য ত্রাণসামগ্রী আগেই রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কিছু ত্রাণসামগ্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের হাতে তুলে দেবেন। বাকি ত্রাণসামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে সরকারিভাবে বিতরণ করা হবে।

ত্রাণবিতরণ শেষে কক্সবাজার থেকে গাড়ি বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।