
চট্টগ্রাম : বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী বলেছেন, স্রষ্টার সাথে মানুষের ভালোবাসার সম্পর্কই হচ্ছে সুফিবাদ। মাইজভান্ডারী দর্শন হচ্ছে কুরআন ও মদিনা সনদের বাস্তব প্রতিফলন। “সংঘাত নয় সংলাপ” – মওলা হুজুর রাহেবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর এই মহান কালামের মধ্যেই শান্তি নিহিত। মূলত এটাই কোরআনের মূল, ধর্মের মূল।
তিনি এই মন্তব্য করেন শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়িতে আশেকানে হক ভাণ্ডারী, হারুয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে।
সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মাকসুদুর রহমান দুলাল ও জয়নাল আবেদীন জুলু, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি ‘খ’ জোনের সমন্বয়ক মাষ্টার দিদারুল আলম, মাষ্টার আহমদ হোসেন, মুহাম্মদ আলী নেওয়াজ ও মুহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ওমর ফারুক। এছাড়া বিগত এক বছরের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন ভিডিওচিত্রের মাধ্যমে পেশ করেন তথ্য, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম নেওয়াজ শাহরিয়ার আসিফ।
সভায় আগামী ২০২৪-২০২৫ সেশনের জন্য মুহাম্মদ আজমকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো. ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কিছু পরিবারকে পুনর্বাসনের জন্য ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।