
চট্টগ্রাম : চট্টগ্রামের আধ্যাত্বিক প্রাণকেন্দ্র নানুপুর ঈছাপূরী দরবার শরীফের উদ্যোগে আজ এক বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
হযরতুল হাজ্ব শাহসূফী সৈয়দ আব্দুল মোনায়েম ঈছাপুরীর সুযোগ্য শাহজাদা ও বর্তমান সাজ্জাদানশীন হযরতুল হাজ্ব শাহসূফী সৈয়দ এহছানুল করিম ঈছাপুরীর নেতৃত্বে এই জুলুস ফটিকছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইজভান্ডার দরবার শরীফ হয়ে পুনরায় নানুপুর ঈছাপূরী দরবার শরীফে এসে শেষ হয়।
জুলুসে দেশ ও জাতির কল্যাণে দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন নানুপুর ঈছাপূরী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুল হাজ্ব শাহসূফী সৈয়দ এহছানুল করিম ঈছাপুরী।
এই জুলুসে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।