রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চুয়েটে কাল স্মাতক ভর্তি পরীক্ষা, সকল প্রস্তুতি সম্পন্ন

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৭ | ৮:০০ অপরাহ্ন

চুয়েট প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লেভেল-১ স্মাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পৃথকভাবে প্রস্তুতি সভা ও মতবিনিময় করেছেন। এ সময় ভর্তি পরীক্ষার বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন ভর্তি পরীক্ষা কমিটি-২০১৭ এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে ভর্তি পরীক্ষা-২০১৭ এর সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, একটি সফল ও সুন্দর ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। আমরা ইতোমধ্যে সরকারের সব ধরনের সংস্থা-প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে। আশা করছি চুয়েট পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি ভর্তিচ্ছু পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, এবার ১০টি বিভাগের ৭০০ আসনের বিপরীতে দুই গ্রুপে মোট ৮ হাজার ৫৩৩ জন যোগ্য প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টিসহ অতিরিক্ত মোট ১১টি আসন সংরক্ষিত আছে। অর্থাৎ নিয়মিত ৭০০ আসনের সাথে ১১ টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ৭১১ টি। এবার ‘ক’ গ্রুপের জন্য মোট ৭ হাজার ৯০৬ জন এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৬২৭ জন আবেদনকারী যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়। চুয়েটে লিখিত পরীক্ষা ও মুক্তহস্ত অংকন দুই পর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের নিয়ে সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত মোট ৩ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর শুধুমাত্র ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের নিয়ে বিকাল ২.৩০ ঘটিকা হতে ৪.৩০ ঘটিকা পর্যন্ত মোট ২ ঘণ্টাব্যাপী মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ার বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ।

ভর্তির জন্য নির্ধারিত বিভাগ ও আসন সংখ্যা :
সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ-১৩০টি আসন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ-১৩০টি আসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ-১৩০টি আসন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ-১৩০টি আসন, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ-৩০ টি আসন, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ-৩০ টি আসন, সিভিল এন্ড ওয়াটার রিসোর্সেস (সিডব্লিউআরই) ইঞ্জিনিয়ারিং বিভাগ-৩০ টি আসন, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল (এমআইই) ইঞ্জিনিয়ারিং বিভাগ-৩০ টি আসন, আর্কিটেকচার বিভাগ-৩০ টি আসন এবং আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ-৩০ টি আসন। অর্থাৎ ১০টি বিষয়ে সর্বমোট ৭০০টি আসন। এছাড়া রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার উপজাতীয়দের জন্য ১০টি সহ অতিরিক্ত মোট ১১টি আসন সংরক্ষিত আছে।