চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ঈদ বাজারে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে দুইটি কাপড়ের দোকানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ষোলশহর ২নং গেইট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম ও সানজিদা সুলতানা।
জেলা প্রশাসন সূত্র জানায়, চিটাগাং কমপ্লেক্সে শপিং অভিযান চলাকালে জিনিমিনি ও নাদিয়া এম্পোরিয়াম নামের তৈরি পোশাকের দুটি দোকানকে ট্যাগ ওভারপ্রাইসিং ও ক্রয় রশিদ দেখাতে না পারার অপরাধে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন ক্যাব ও চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি। পুলিশ ও ব্যাটলিয়ন আনসার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ফিক্সড প্রাইসের দোকান জিনিমিনি’তে একটি লেহেঙ্গার ক্রয়মূল্য ৪ হাজার সাতশত ৫০ টাকা কিন্তু বিক্রয় মূল্য ছিলো ৯ হাজার আটশত ৫০ টাকা। এছাড়া এ প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ফিক্সড প্রাইসের ট্যাগ ছিড়ে ফেলে।