রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

১১৫ জন জেএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষাউপকরণ উপহার ছাত্রলীগের

| প্রকাশিতঃ ৩১ অক্টোবর ২০১৭ | ১০:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম : ছাত্রলীগের হস্তক্ষেপে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া ১১৫ জন শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা-উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর। হালিশহর আইডিয়াল হাইস্কুলে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ জেএসসি পরীক্ষার এডমিট কার্ড প্রদান অনুষ্ঠান শেষে নগর ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষা উপকরণসমূহ উপহার হিসাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় নগর ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত থেকে এডমিট কার্ড বিতরণ ও শিক্ষা-উপকরণ বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সামদানী জনি।

মঙ্গলবার আজ সকাল ১১টায় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জেএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণকালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শতাধিক পরীক্ষার্থী তাদের পরীক্ষায় অংশগ্রহণের সংকট ও শংকা দূর করতে এগিয়ে আসায় নগর ছাত্রলীগকে ধন্যবাদ জানান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় হালিশহর থানা ছাত্রলীগ নেতা মো: আরিফ,,আরশাদুর রহমান রিগান,আরমান হোসেন, এছারাও সাব্বীর আহমেদ শামীম,নওশাদ আলী,ইমরান আহমেদ,আকিব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি আজ সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমকে জানান, আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে ধন্যবাদ জানাই, শেষ সময়ে এসে আমাদের অনুরোধে ১১৫ জন ভাগ্যবিড়ম্বিত পরীক্ষার্থীকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য।

নেতৃবৃন্দের দাবি, জাতীয় শিক্ষানীতিমালা অনুসরণ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্য করা হোক।নগরীতে শত শত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের কোনো অনুমোদন নেই, শিক্ষা পাঠদানের স্বীকৃতি নেই।এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানেন না সৃজনশীল শিক্ষার আলোকে কিভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। বিনা বেতনে শুধু টিউশনি পাবার লোভ দেখিয়ে বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়েকে আজ শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে এসকল স্কুলে। যা শিক্ষার মানকে নিম্নমুখী করে শিক্ষা ব্যবস্থায় একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিবছর কোটি কোটি টাকা লুঠপাটে ব্যস্ত এই বিশেষ চক্রটিকে তাই উৎখাত করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ তার নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।