শরীফুল রুকন, কাঠমান্ডু (নেপাল) থেকে : বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হলো আজ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইয়ুথ স্কুল ফুটসাল টুর্নামেন্টে’ বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ নারী ফুটসাল দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে প্রতিদ্বন্দ্বী নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে।
রবিবার দুপুরে কাঠমান্ডুর প্রিমিয়ার ইন্টারন্যাশনাল আইভি কন্টিনাম স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলার ধারা বজায় রাখে। প্রথমার্ধেই কিটিং ইয়ামের এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে কিটিংয়ের আরও একটি এবং পূর্নিমা চাকমার এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। নেপাল শেষ মুহূর্তে এক গোল ফেরালেও তাতে শিরোপা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
বাংলাদেশ দলের এই জয়কে ফুটসাল অঙ্গনে এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দেশের নারী ফুটসাল দল প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই শিরোপা জিতে নেয়ার গৌরব অর্জন করলো।
ম্যাচ শেষে দলের কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা আবেগাপ্লুত হয়ে বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে এটা আমাদের মেয়েদের প্রথম অর্জন। জয়ের পুরো কৃতিত্ব মেয়েদেরই। আমি কোচ হিসেবে শুধু তাদের গাইডলাইন দিয়েছি। বাংলাদেশ ফুটসাল এসোসিয়েশনকে ধন্যবাদ।”
বাংলাদেশ দল আগামীকাল সোমবার রাতে দেশে ফিরে আসবে। তাদের এই জয় দেশের ফুটসালের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের মেয়েদের হাতে শিরোপা তুলে দেন নেপালের সাবেক শিক্ষা মন্ত্রী কৃষ্ণ গোপাল শ্রেষ্টা, অল নেপাল ফুটবল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কিরণ রায়, নেপাল স্কুল স্পোর্টস ফেডারেশনের সভাপতি বিনোদ শ্রেষ্টা, নেপাল স্কুল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি রাজকুমার কারখি এবং প্রিমিয়ার ইন্টারন্যাশনাল আইভি কন্টিনাম স্কুলের একাডেমিক ডিরেক্টর প্রাভিনা থাপা।
এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটসাল দল বিশ্ব দরবারে নিজেদের সামর্থ্যের জানান দিল। আশা করা যায়, এই সাফল্য তাদেরকে আরও উজ্জীবিত করবে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনবে।