রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৬ | ১০:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মোহাম্মদ জসিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যার পর ইসলামী ব্যাংক লিমিটেড কেরানীহাট শাখা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেখানে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যার পরে উপজেলার কেরানীহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার মামলায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে। তবে আপাতত একটি নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।