রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চুয়েটে স্নাতক লেভেল-১ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ১ নভেম্বর ২০১৭ | ৮:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ‘ক’ গ্রুপের পরীক্ষা নির্ধারিত সময় সকাল ১০ টা থেকে ভর্তি পরীক্ষা আরম্ভ হয়ে একটানা বেলা ১ টায় শেষ হয়। অপরদিকে বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অংকন পরীক্ষা।

এদিকে সকাল ১১টায় চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটি-২০১৭ এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় ভিসি ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠান ও প্রশাসন এবং চুয়েট পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সংশ্লিষ্টদের সকলের সহযোগিতা মাধ্যমে এটি সম্ভব হয়েছে। সেজন্য আমি চুয়েট প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।