রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা আ’লীগের নোংরামির চূড়ান্ত : ডা. শাহাদাত

| প্রকাশিতঃ ১ নভেম্বর ২০১৭ | ৯:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা করার ঘটনাকে আওয়ামী লীগের সূদুরপ্রসারী নোংরা, নগ্ন পরিকল্পনার অংশ বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই খালেদা জিয়া। খালেদা জিয়ার গাড়ীবহরে হামলার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশেকেই আঘাত করেছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হয় যে, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তা ও ঢাকা থেকে টেকনাফমুখী সফরে জনতার ঢল দেখে ভীতসন্ত্রস্ত হয়েই তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে পরিকল্পিতভাবে ঘৃণ্য, নিন্দনীয় ও বর্বরোচিত হামলা চালিয়েছে। ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বুধবার বিকালে নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

নগর ছাত্রদল সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য তসলিম হোসেন, নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ফজলুল হক সুমন, জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য শেখ রাসেল, নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন, চান্দগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, বাকলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ফেনীতে পর পর দু’বার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের ইতোমধ্যেই চিহ্নিত করেছে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং স্থানীয় লোকজন। বেগম জিয়ার গাড়ীবহরে হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকার নির্দেশেই এ হামলা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে তাদেরকে দিব্যি ঘুরে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে পুলিশ।