চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মাস্টারবিহীন জাহাজ চালানোসহ বিভিন্ন অভিযোগে ১১টি লাইটার জাহাজকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। অভিযানে আদায় করা হয় বন্দরের ৩৭ হাজার টাকার বকেয়া বিল।
জাহাজগুলো হলো- এমভি এনসি-১, ডিভিডি এমএস-১, এমভি আবু বক্কর, এমভি আছিয়া খাতুন, এমভি প্রান্ত, এমভি আয়শা শাহাব-১, এমভি বাংলার সৈনিক-৩, এমভি তারিয়া নাজারি, এমভি ব্লু পেসিফিক, এমভি মাস্টার সোহেল-২, এমভি পিএন্ডটি-২।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিকালে লাইটারেজ জাহাজ রাখা, মাস্টারবিহীন জাহাজ চালানো, অতিরিক্ত পণ্য বোঝাই, জাহাজে নিরাপত্তা সরঞ্জাম না থাকা এবং বে-ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় ১১টি লাইটার জাহাজকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।