চট্টগ্রাম: চট্টগ্রামে যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলাসহ ১০ মামলার আসামি আব্দুল কুদ্দুস বাপ্পি ওরফে কানা কুদ্দুসকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে শেরশাহ সাংবাদিক পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল কুদ্দুস বাপ্পি ওরফে কানা কুদ্দুস বায়েজিদ বোস্তামি থানার ১০ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। এছাড়া যুবলীগ নেতা মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুস বাপ্পি ওরফে কানা কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি। অন্য কোন থানায় তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা- তা খোঁজখবর নেয়া হচ্ছে। এরপর এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বায়েজিদের শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় দুর্বৃত্তের গুলিতে খুন হন নগর যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল। এ ঘটনায় নিহতের স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় ২২জনকে আসামি করে হত্যা মামলা করেন।