বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘পিএইচপি কুরআনের আলো’র ১৭তম আসর উদ্বোধন

সুফি মিজানুর রহমান: মেধাবী শিক্ষার্থীদের পিছিয়ে থাকতে দেব না
| প্রকাশিতঃ ১০ অক্টোবর ২০২৪ | ৮:৫৭ অপরাহ্ন

'পিএইচপি কুরআনের আলো'র ১৭তম আসর উদ্বোধন
ঢাকা: দেশের বৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’র ১৭তম আসরের উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, “পিএইচপি ফ্যামিলি দেশ ও দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে থাকে। মহান আল্লাহর পবিত্র কুরআনের এই অনুষ্ঠানের সাথে শুরু থেকেই জড়িত। আমরা চাই মেধাবী শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে।”

হিফজুল কুরআন প্রতিযোগিতার নবনির্বাচিত চেয়ারম্যান আবু ইউসুফের পিতা মাওলানা আবুল কাশেম ১৭তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রহিম আফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম বলেন, “আবু ইউসুফ কুরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন।”

অনুষ্ঠানে সেভয় আইসক্রিমের এমডি নিয়াজ আহমেদ, স্মার্ট একটিভ গোল্ড মেহেদির জেনারেল ম্যানাজার হাম্মাদ আমিন, বাংলা ক্যাটের মোহাম্মাদ আশরাফুজ্জামান চৌধুরী এবং দেশবরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল আরাফা ইসলামি ব্যাংক, স্মার্ট একটিভ গোল্ড মেহেদি, বাংলা ক্যাট, সেভয় আইস ক্রিম, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।