শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১০ রেফারী আজীবন বহিষ্কার

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৪ | ৯:৫২ অপরাহ্ন

Chittagong Jella Football Referee's Association
চট্টগ্রাম : চাঞ্চল্যকর ঘটনায় চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের ১০ জন রেফারীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

গত ১০ অক্টোবর রেফারীজ এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত ৮ম সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের গঠনতন্ত্রের ১৩ ধারা (জ) উপধারা এবং ২৯ ধারা অনুযায়ী শৃঙ্খলা কমিটির সুপারিশ ও নির্বাহী কমিটির সর্বসম্মতির ভিত্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃত রেফারীরা হলেন: বিটুরাজ বড়ুয়া, জিএম চৌধুরী নয়ন, মাহমুদ হাসান মামুন, আব্দুস শুক্কুর রানা, ফারুক হোসেন, আশাদুল ইসলাম টিপু, আব্দুল খালেক, নাছির উদ্দিন-২, শিমুল বড়ুয়া ও প্রকাশ বড়ুয়া।

চট্টগ্রাম ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই বহিষ্কারাদেশ বলবৎ থাকবে বলেও তিনি জানান।

এই ঘটনায় চট্টগ্রামের ফুটবল মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।