শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

এইচএসসি: চট্টগ্রামে পাসের হার ৭০.৩২%, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন

| প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৪ | ১২:০১ অপরাহ্ন


চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৭০.৩২%। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ পয়েন্ট কম।

মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান এ তথ্য জানান।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭৫৯ জন এবং ছাত্র ৪ হাজার ৭৫৯ জন। ছাত্রদের পাসের হার ৬৭.৭২% এবং ছাত্রীদের পাসের হার ৭২.৪৯%।

বিভাগভিত্তিক পাসের হারের দিক থেকে এবার চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ পাসের হার বিজ্ঞান বিভাগে ৯১.৩৩%। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৩.৫২% এবং মানবিক বিভাগে পাসের হার ৫৭.১১%।

জেলাভিত্তিক পাসের হারের দিক থেকে, কক্সবাজার জেলায় এবার পাসের হার ৬৩.১৯%। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬০.৩২%, খাগড়াছড়ি জেলায় ৫৯.৬৩% এবং বান্দরবান জেলায় ৫৯.৯০%।