বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে জমজমাট আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবলের আসর

রবিউল-আদনানের জোড়া গোলে পদ্মার জয় দিয়ে শুরু আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০২৪ | ৩:৪০ অপরাহ্ন

চট্টগ্রামে আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা শুরু
চট্টগ্রাম : চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা-২০২৪ আজ শুক্রবার সকাল ১০টায় আউটার স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের সভাপতি সাবেক ফুটবল খেলোয়াড় মশিউর আলম স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, পরিচালকবৃন্দ তাহের আহমেদ, নজরুল কবির দীপু, অঞ্জন চক্রবর্তী, নাহিদ মুরাদ মুন্না, রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, কোচ নজরুল বাবু, নুর হোসেন দৌলত, মহসিন সাজু, অসংখ্য অভিভাবক ও খেলোয়াড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রেনিং সেন্টারের ম্যানেজার সাইফুল ইসলাম।

প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। ছোট গ্রুপে রয়েছে পদ্মা একাদশ, মেঘনা একাদশ এবং যমুনা একাদশ। অন্যদিকে, বড় গ্রুপে খেলবে হালদা একাদশ, মাতামুহুরি একাদশ, কর্ণফুলী একাদশ, সাঙ্গু একাদশ এবং বাকখালী একাদশ।

উদ্বোধনী খেলায় পদ্মা একাদশ মেঘনা একাদশকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। পদ্মা একাদশের হয়ে গোল দুটি করেন রবিউল এবং আদনান।