চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশনে টেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বুধবার চট্টগ্রম রেল স্টেশনে টিকেট বিক্রির উদ্বোধন করেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোঃ আবদুল হাই।
সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরু হয়। তখন কিছুটা ভিড় থাকলেও সাড়ে ১০টার মধ্যে ছয়টি কাউন্টারের মধ্যে অধিকাংশই খালি হয়ে যায়। বুধবার দেয়া হয়েছে ১ জুলাইয়ের অগ্রিম টিকেট।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোঃ আবদুল হাই জানান, প্রথম দিনের জন্য আমরা ৭ হাজার টিকেট বরাদ্দ রেখেছি। তবে প্রথমদিনে যাত্রীদের চাপ কম থাকায় টিকেটের চাহিদাও কম। এবার টিকেট বিক্রিতে কোন অনিয়ম সহ্য করা করা হবে না। টিকেট কালোবাজরি ঠেকাতে আমরা সতর্ক আছি। বিষয়টি নজরদারির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট আছেন।
এদিকে অক্সিজেন এলাকা থেকে আসা কলেজছাত্র আনোয়ার বলেন, আধাঘন্টা লাইনে দাঁড়িয়ে অগ্রিম টিকেট সংগ্রহ করেছি। এত কম সময়ে টিকেট পাব, ভাবতে পারিনি। ভালোই লাগছে।
এদিকে রেলওয়ে সূত্রে জানা গেছে, অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রমে ২৩ জুন ২ জুলাই, ২৪ জুন ৩ জুলাই, ২৫ জুন ৪ জুলাই ও ২৬ জুন দেওয়া হবে ৫ জুলাইয়ের টিকেট। একইভাবে ৪ জুলাই ৮ জুলাই’র ফিরতি টিকেট দেওয়া হবে। ৫ জুলাই ৯, ৬ জুলাই ১০, ৭ জুলাই ১১ ও ৮ জুলাই ১২ জুলাই’র টিকেট দেওয়া হবে।
এদিকে ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর রুটে আরও দুটি স্পেশাল ট্রেন যুক্ত করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে ‘সোনার বাংলা’ নামের নতুন একটি ট্রেন যুক্ত হয়েছে। ৭৪৬ জন ধারন ক্ষমতার ট্রেনটি ২৬ জুন থেকে প্রতিদিন ৫টায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাবে।