চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর কলেজের উদ্যেগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৭ সোমবার দুপুরে শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।
চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ ও প্রদর্শক সাজেদা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসাইন, চট্টগ্রাম বন্দর কলেজের উপাধ্যক্ষ মিতালী পালিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ কাশানা আক্তার খানম।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর কলেজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে একটি নেতৃস্থানীয় কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই এ কলেজের ছাত্রদের চমৎকার ফলাফল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। চট্টগ্রাম বন্দর কলেজের শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে আরো সক্রিয় হতে হবে। শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশে সফলতা দেখাতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর কলেজ সৎ, দক্ষ, যোগ্য, মূল্যবোধ সম্পন্ন, দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বরণ ও আলোচনাশেষে চট্টগ্রাম বন্দর কলেজের ছাত্রদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত অনুষ্ঠিত হয়।