স্পোর্টস ডেস্ক: দুই দলের গল্পটা ছিল আলাদা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলের বিপক্ষে বলা চলে উড়ন্ত দলের লড়াই। ঘরের মাটিতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি ভারত। দুই ম্যাচ টেস্ট সিরিজে সফরকারীদের রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে রোহিত শর্মারা।
অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে নিউজিল্যান্ডকে। অধিনায়ক বদলে ভারত সফরে আসে কিউইরা। ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনও। তাতে কি! ভারতের মাটিতে যেন অপেক্ষা করছিল নতুন কোনো গল্প।
প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর পুণেতে মাত্র দ্বিতীয় দিনের খেলা শেষেই চালকের আসনে সফরকারী নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে কিউইরা। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩০১ রানের।
অবিশ্বাস্য কিছু না ঘটলে নিজেদের ব্যাটিং ব্যর্থতার পরপরই এই টেস্টেও ভারতের হারটা যেন লেখা হয়ে গেছে। তেমন কিছু হলে এক যুগ পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারবে টিম ইন্ডিয়া। এবারের সফরের আগে ভারতের মাটিতে মাত্র দু’টি টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। নতুন নেতা লাথামের নেতৃত্বে এবার আরও দুটি টেস্ট জয়ের পথে ভালোভাবে এগোচ্ছে কিউইরা!
বেঙ্গালুরুতে হারের বদলা নিতে পুণেতে ধীর গতির ঘূর্ণি পিচ তৈরি করেছিল স্বাগতিক ভারত। পুণের ঘূর্ণি পিচে প্রতিপক্ষকে কাবু করার ছকে প্রথম দফায় সফল হয়েছিল রোহিতরা। চলমান টেস্টের প্রথম দিনেই গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি জালে সফরকারী নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ২৫৯ রানে।
ওয়াশিংটনের সাত উইকেটের কল্যানে ভারতের ‘সুন্দর’ হাসিটা ফিকে হতেও সময় লাগল না। স্পিনের গোলকধাঁধায় স্বাগতিক দলের ব্যাটাররাও পড়েন খুব বাজেভাবে। এবার ম্যাজিকম্যান কিউই স্পিনার মিচেল স্যান্টনার। ভারতের মাটিতে প্রথমবার এক ইনিংসে সাত উইকেট তুলে নিলেন স্যান্টনার। তার ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত।
প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করতে নামতেই পিচ যেন বদলে গেল। কিছুক্ষণ আগে যে পিচ দুর্বোধ্য মনে হচ্ছিল, সেখানেই অনায়াসে ব্যাট করে গেলেন কিউই অধিনায়ক টম লাথাম। ১৩৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন ইয়াং, ব্লান্ডেলরা। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছে কিউইরা। লিড ৩০১ রানের।
দ্বিতীয় ইনিংসেও ভারতের হয়ে ছড়ি ঘুরিয়েছেন সেই ওয়াশিংটন সুন্দর। এই ইনিংসেও ৪ উইকেট তুলেছেন ফেলেছেন এরই মধ্যে। অশ্বিনের দখলে গেছে বাকি একটি। ম্যাচের এখনও তিন দিন বাকি। পুণে টেস্টে ফলাফল হওয়া একরকম নিশ্চিত। সিরিজ বাঁচাতে হলে রোহিতদের অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।