রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৬ | ৭:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি পরিত্যক্ত ভবনে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে গোলপাহাড় মোড় সংলগ্ন পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ‘সানাই ক্লাব’ এর ভেতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে সানাই ক্লাবের ভেতর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, তিন-চারদিন আগে ওই যুবক মারা গেছে। লাশ প্রায় পচে গেছে। গলায় কাপড় দিয়ে পেঁচানোর দাগ আছে। একটি টিশার্ট ছাড়া তার পরনে আর কিছু ছিল না। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।