শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

নতুন প্রজন্মের এল-ক্লাসিকোর প্রথম মহারণ আজ

প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০২৪ | ৭:৪৪ অপরাহ্ন


স্পোর্টস ডেস্ক: ডাগআউটে পেপ গার্দিওলা এবং হোসে মরিনিও। মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জাবি আলোনসো-মেসুত ওজিলরা রিয়ালের শুভ্রতার প্রতিনিধি। আর স্পেনের মাটিতে কাতালুনিয়ার স্বপ্নটা জিইয়ে রাখার তাগিদে মাঠে নামছেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা কিংবা কার্লোস পুয়োলরা। এল-ক্লাসিকো শুধু মাঠের ৯০ মিনিটের লড়াই না। এখানে মিশে দুটো ভিন্ন জাতিস্বত্ত্বার নিজেদের টিকিয়ে রাখার বার্তা, আছে স্প্যানিশ গৃহযুদ্ধ থেকে শুরু করে এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো স্পেন ছাড়ার পরেই এল-ক্লাসিকোর লড়াইয়ে খানিক মরচে ধরেছিল, সেটা ফুটবলের সাধারণ এক দর্শকও মেনে নেবেন অবলীলায়। রোনালদো যাওয়ার পরেও সেই লড়াই জিইয়ে রেখেছিলেন বার্সেলোনার মেসি আর রিয়ালের সার্জিও রামোস। ২০২১ সালে দুজনেই পাড়ি জমান পিএসজিতে। এল-ক্লাসিকো রঙ হারায় তখন থেকেই।

বৈশ্বিক ফুটবলের বাজারে বার্সেলোনার ধস নেমেছি এরপরেই। একের পর এক বাজে সাইনিং দলটিকে নিয়ে গিয়েছিল খাদের কিনারায়। অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের শক্ত করেছে প্রতিনিয়ত। করিম বেনজেমার অবিশ্বাস্য ফর্মের দিনগুলি, মাঝমাঠে ক্যাসেমিরো-টনি ক্রুস আর লুকা মদ্রিচের অসামান্য রসায়ন, গোলবারের নিচে থিবো কর্তোয়া এল-ক্লাসিকো করে রেখেছিলেন মাদ্রিদ কেন্দ্রিক।

তবে নিজেদের শেষ ম্যাচে দুই দলের দুই তারকা ভিনিসিয়ুস আর রাফিনিয়ার হ্যাটট্রিক, সাম্প্রতিক ছন্দ আর তারুণ্যের উত্থান ২০১৮ সালের পর আরও একবার এল-ক্লাসিকোতে ফিরিয়ে এনেছে লড়াইয়ের উত্তাপ। অর্ধযুগ পর আরও একবার এল-ক্লাসিকো বুঁদ করেছে ফুটবলের পুরো দুনিয়াকে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় শুরু হবে মাঠের এই লড়াই।