শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শার্শার জামতলা বাজারে অগ্রণী ব্যাংক দুয়ার শাখার উদ্বোধন

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৭ | ৬:২৫ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : শার্শার জামতলা বাজারে অগ্রণী ব্যাংক দুয়ার শাখার এজেন্ট-এর শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার বিকাল ৩টায় উৎসব মুখর পরিবেশে শুভ উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক-এর সহকারী মহা ব্যবস্হাপক ও যশোর অঞ্চল প্রধান আশরাফ-উল ইসলাম।

অগ্রণী ব্যাংক বেনাপোল শাখার ব্যাবস্হাপক তছির উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, প্রেসক্লাব শার্শার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, অগ্রণী ব্যাংক এর কর্মকর্তা কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক-এর যশোর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা ব্যাবস্হাপক আনোয়ার হোসেন, জামতলা শাখার ব্যবস্হাপক বি এম মিজানুর রহমান, জামতলা বাজার কমিটির সভাপতি মশিয়ার রহমান গাজী, ইবাদ আলী প্রমুখ।