বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

| প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০২৪ | ৩:৫১ অপরাহ্ন


ঢাকা : সামনের বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বের সময় নির্ধারিত করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে কে, কোন তারিখ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি।

তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বিশ্ব ইজতেমার সূচি ও অন্য বিষয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সামনের বছর ৫৭তম বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

ইজতেমার একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।