বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ন


ঢাকা : রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ খবর নিশ্চিত করে বলেছেন, উত্তরা উত্তর ও পূর্ব থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

যে বাসা থেকে শমী কায়সার গ্রেপ্তার হয়েছেন, সেটি তার আত্মীয়ের বাসা। ওখানে কায়সার আত্মগোপনে ছিলেন।

শমী কায়সারকে উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারেট পর তিনি পূর্ব থানার হেফাজতে আছেন।

বুধবার তাকে আদালতে তোলা হবে, বলেন পুলিশ কর্মকর্তা রহমান।

ওই হত্যাচেষ্টা মামলাও জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সাথে সম্পর্কিত।