বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ছাত্র অধিকার পরিষদ, চবি শাখার নতুন কমিটি ঘোষণা

প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০২৪ | ৪:৪৩ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তামজিদ উদ্দিনকে আহ্বায়ক এবং বাংলাদেশ স্টাডিজ বিভাগের মো. রোমান রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

৬ নভেম্বর (বুধবার) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তারা হলেন: হাসান উদ্দিন, এম. এ. সাঈদ, আবু হানিফ, আল ইবনুল হাসান অন্তর, মো. সৈকত হোসেন, সায়েদ্যুল ইসলাম রাফি, তাহসান হাবিব ও জাহিদ হাসান।

৭ জন যুগ্ম সদস্য সচিব হলেন: শাহ মো. মাহফুজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মো. মারুফ খান, মো. সবুজ, মো. মোজাহিদুল্লাহ, মো. দিদার মাহমুদ ও কাজী বেলাল হোসেন।

এছাড়াও শাহরিয়ার মুনিম সাবিদ, মো. মেহেদি হাসান, রায়হান আব্দুল্লাহ ও এম ফরহাদ উদ্দীন রানাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব মো. রোমান রহমান জানান, আওয়ামী দুঃশাসনের সময়গুলোতে ছাত্র অধিকার পরিষদ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো। ২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সংগঠন কার্যক্রম চালিয়ে আসছে। তবে ক্যাম্পাসের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিলো যে তাদের সিনিয়র নেতৃবৃন্দকে কৌশলে সংগঠন পরিচালনা করতে হয়েছে। বর্তমানে তারা তাদের কার্যক্রমগুলো স্বাধীনভাবে করতে চান এবং এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন।