চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামকে ‘টেকনো হাব’ হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম চেম্বার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম। বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শনিবার থেকে তিনদিনের আইটি মেলা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনালস ও চট্টগ্রাম চেম্বার যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম বলেন, আগামী জানুয়ারি থেকে চট্টগ্রাম চেম্বার বছরব্যাপী অনুষ্ঠান ও মেলার ক্যালেন্ডার তৈরি করবে। ক্যালেন্ডার অনুযায়ী বছরব্যাপী আন্তর্জাতিক সব আয়োজন হবে চট্টগ্রামে। চট্টগ্রামে টেকনো হাব করার উপযোগী শহর। চট্টগ্রামকে টেকনো হাব হিসেবে গড়ে তোলার জন্য চট্টগ্রাম চেম্বার কাজ করে যাচ্ছে। এ মুহুর্তে টেকনো হাব সিটি পরিণত করতে পারলে ভারতের ব্যাঙ্গালুরু ও যুক্তরাষ্ট্রের কার্লিফোনিয়ার মতো শহর হবে চট্টগ্রাম।
তিনি বলেন, আন্তর্জাতিক আরো পাচঁটি ফাইভ স্টার মানের হোটেল হবে এখানে। আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশের বৃহত্তম সমুদ্রবন্দরের কারণে বিশ্বের সব মাদার ভেসেলের গন্তব্য চট্টগ্রাম। আমদানি-রপ্তানির পাশাপাশি চট্টগ্রামে তিনটি ইকোনোমিক জোনের কাজ চলছে বন্দর নগরীতে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মানুষের অন্যান্য অনুষঙ্গের মতো আইটিও এখন জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে ডিজিটালাইজেশনের কোন বিকল্প নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপটিক্যাল ফাইবার বিচ্ছিন্ন হলে প্রায় ইন্টারনেট সংযোগ থাকে না বন্দরনগরীতে। এসময় পুরো বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে ব্যবসা বাণিজ্যের এ নগরটি। ফলে ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ব্যবসায়ীরা।
আগামী শনিবার থেকে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত আইটি ফেয়ারে ভারতসহ দেশের ২৬টি প্রতিষ্ঠান ৫১টি স্টলে তথ্যপ্রযুক্তির সর্বশেষ পণ্য নিয়ে মেলায় অংশ নেবে। মেলার গোল্ড স্পন্সর হিসেবে নকিয়া ও স্মার্ট টেকনোলজির (বিডি) স্টল থাকছে। টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংক থ্রি, সাইবার পার্টনার সফোজ এবং ফুড পার্টনার হিসেবে থাকছে বনফুল।
সম্মেলনে চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল উদ্দিন, সোসাইটি ফর চিটাগাং আইটি প্রফেশনাল সভাপতি আবদুল্লাহ ফরিদ বক্তব্য দেন। এসময় চেম্বার পরিচালক এম এ মোতালেব, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, সোসাইটি ফর চিটাগাং আইটি প্রফেশনালস’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাহিন, নোকিয়ার বিজনেস ডেভেলপার ম্যানেজার মো. মোজাম্মেল, স্মার্ট টেকনোলজির রিজিওনাল হেড কাজী রাসেল উপস্থিত ছিলেন।