মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বাঁশখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

| প্রকাশিতঃ ৯ নভেম্বর ২০১৭ | ১১:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার সরল ইউনিয়নের দেলোয়ারের মার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।

সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং ওই এলাকায় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার বিকালে পৌর সদরের ড্রিম পার্ক কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভা আয়োজন করে লিটনের অনুসারীরা। এ স্মরণসভায় তার অনুসারীরা যাওয়ার পথে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অনুসারীরা বাধা দিলে সংঘর্ষ ও গুলিবর্ষণ ঘটে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে। এদের বেশিরভাগই গুলিবিদ্ধ। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।