মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

মোবাইল চার্জ দেয়ার চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

| প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০১৭ | ১:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম : মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে একটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার আবদুল মোনাফ সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী স্থানীয় আবদুছ ছালামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণ গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।