চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে যুবলীগ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবরোধ করেছে তার সমর্থকরা। শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এ অবরোধ করে তারা। ওই সময়ে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলা থেকে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এমাজ উদ্দিন ওরফে জ্যাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা নাজিরহাট ঝংকার মোড় থেকে উপজেলা সদরের বিবির হাট বাসস্টেশন এলাকা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই ইরফান উদ্দিন রাজীব বলেন, তিন রাউন্ড গুলিসহ জ্যামকে গ্রেফতার করা হয়েছে। সকালে সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হলেও পুলিশ তা সরিয়ে দিয়েছে। বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।