বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

খতিবে বাঙ্গাল আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল-কাদেরি স্মরণে মাহফিল বৃহস্পতিবার

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ন


চট্টগ্রাম : জমিয়তুল ফালাহ মসজিদের সাবেক খতিব, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল খতিবে বাঙ্গাল আল্লামা মোহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরি (রাহ.) এর ৮ম ওফাত বার্ষিকী উপলক্ষে মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জমিয়তুল ফালাহ মসজিদে স্মরণ অনুষ্ঠিত হবে।

বাদ আসর মাহফিল শুরু হবে। বাদ ইশা মিলাদ-কিয়াম, মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান সকলকে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।