চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ২৪ অথবা ২৫ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে চুয়েটের ১৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে।
এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কুয়েটে আগামী ১১ জানুয়ারি এবং রুয়েটে ৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
চুয়েটের এই সিদ্ধান্তের ফলে কার্যত ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল গুচ্ছের একক ভর্তি পরীক্ষার আয়োজন। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার একক এ উদ্যোগ চতুর্থ বছরে এসে থেমে গেল।
চুয়েটের একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে একটি স্নাতক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির জরুরি সভায় ২৪ অথবা ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্যাদি শীঘ্রই প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।