বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপি মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৪ | ২:৩৬ অপরাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের দায়ের করা ১০ কোটি টাকার ঋণ খেলাপি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।

গত বুধবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিওল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাহমুদুল ইসলাম চৌধুরীর পক্ষে রিট শুনানিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল এবং অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী।

হাইকোর্ট বেঞ্চ মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা অর্থঋণ মামলার উপর রুল জারি করে মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। এছাড়াও, হাইকোর্ট বেঞ্চ মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অর্থঋণ আদালতের ডিক্রি ও জারি মামলা সহ সমস্ত নথিপত্র আগামী ১০ কার্যদিবসের মধ্যে হাইকোর্টে দাখিল করার জন্য নথিসমূহ তলব করেছেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ১০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার নথি থেকে জানা যায়, খেলাপি ঋণ আদায়ের দাবিতে আগ্রাবাদ শাখার এসবিএসসি ব্যাংক পিএলসি অর্থঋণ আদালতে মামলা করেন। অর্থঋণ আদালত ২০২৪ সালের ২৭ মার্চ ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ টাকার উপর ১২ শতাংশ হারে সুদের ডিক্রি জারি করে। ডিক্রিকৃত সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য তাদের নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে এই জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।