মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘জাতীয় চার নেতাসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে’

| প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৭ | ৬:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : ঐতিহাসিক ৩ নভেম্বর জাতীয় চার নেতা ও জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতীয় চার নেতা ছিলেন বাংলাদেশের সম্পদ। কুচক্রী ও ষড়যন্ত্রকারীরা এ মহান নেতাদের হত্যা করে বিশ্বের দরবারে বাংলাদেশকে অসভ্য দেশ হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত এ বাংলাদেশে জাতীয় চার নেতা হত্যাকারীদের বিচারের মাধ্যমে খুনীদের ফাঁসির কাঠগড়ায় দাড় করাতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সুমন দেবনাথ।

বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সফর আলী, যুবলীগ নেতা রবিউল ইসলাম চৌধুরী, রিমন মুহুরী, রোজী চৌধুরী, কাজী মোহাম্মদ আইয়ুব, ইউনুস মিঞা, সমীরন পাল, মোহাম্মদ তিতাশ, আনজুমান রূম্পা, মোহাম্মদ আলমগীর প্রমুখ।