মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জনস্বার্থবিরোধী কাজ করলে জনপ্রতিনিধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান মহিউদ্দিনের

| প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৭ | ৬:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম: জনস্বার্থবিরোধী কোনো কাজ কোনো জনপ্রতিনিধি করে থাকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শনিবার দুপুরে নগরীর লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর যুবলীগের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

সম্প্রতি বর্ধিত গৃহকর ইস্যুতে পরষ্পর বিরোধী অবস্থানে আছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। স্থাপনার ভাড়ার ভিত্তিতে পুনর্মূল্যায়নকৃত গৃহকর আদায়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির। অন্যদিকে আগের নিয়মে আয়তনের ভিত্তিতে ধার্যকৃত হারে গৃহকর আদায় করতে চান মহিউদ্দিন।

লালদীঘি মাঠে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, জনপ্রতিনিধি হয়ে জনগণ বিরোধী কোনো কাজ করা যাবে না। জনস্বার্থ বিরোধী কোনো কাজ কোনো জনপ্রতিনিধি করে থাকলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। জনগণের দুর্দশা দুর্ভোগ বয়ে আনে এমন কোনো কাজ কোনো প্রতিষ্ঠান করলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই। এর জন্য রাজপথে যদি আমার মৃত্যু হয় আমি তার পরোয়া করি না।

সমাবেশে তিনি আরও বলেন, যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। প্রতিষ্ঠাকাল থেকে যুবলীগ নেতাকর্মীরা দেশ ও জাতির উন্নয়নে এবং সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। পঁচাত্তর পরবর্তী আন্দোলন-সংগ্রাম, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ এক-এগারোর সময় দেশের রাজনীতিতে যুবলীগের ভূমিকা অনস্বীকার্য। দেশব্যাপী পেট্রোল বোমা ও জ্বালাও-পোড়াও রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদের দেয়াল তুলেছিল যুবলীগ নেতাকর্মীরা। ধর্মের নামে হেফাজতের আন্দোলনকেও সারা বাংলাদেশে প্রতিহত করেছিল যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগ নেতাকর্মীদের সততার সাথে কাজ করে যেতে হবে।

সমাবেশে নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী প্রমুখ।