চট্টগ্রাম : গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা সাজিবুল ইসলাম সিকদার ওরফে সাজু সিকদার(৩৯)কে গ্রেফতার করেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সাজুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, রাঙ্গুনিয়া সদরের কাছে ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে। ১৫ বছর আগের একটি ডাকাতি মামলায় তার সাজা হয়েছিল।
সাজু সিকদারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা একুশে পত্রিকাকে বলেন, `জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ সাজুকে তার ঘাটচেকের আস্তানা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ইয়াবাব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। যুবলীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে সে এসব করে আসছিল।’
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া একুশে পত্রিকাকে বলেন, ‘সাজুর বিরুদ্ধে অনেক অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযানে আমরা তাদের সহযোগিতা করেছি। এসময় তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’
রোববার তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি ইমতিয়াজ।