রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কারও বেআইনি কাজের দায়িত্ব বিএনপি নেবে না : মীর হেলাল 

| প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৪ | ৯:২৫ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : কারও বেআইনি কাজের দায়িত্ব বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় হাটহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বার বার বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পায় নাই, সংযত হয়ে চলেন। আর আপনার কাররণে দলের যেন কোন বদনাম না হয়, আমার নেতার মুখ যেন ছোট না হয়। আপনাদের কারণে আমাদের মুখ যেন ছোট না হয়।

এসময় তিনি আরও বলেন, আগস্টের পর থেকে আমি বারবার একই কথা বলে যাচ্ছি, জাতীয়তাবাদী দল বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোন অপকর্মের দায় দায়িত্ব নিবে না। আমি সবাইকে বলছি বিএনপি পরিচয়ে কেউ অপরাধ করলে সেই অপরাধীকে ছাড় দিবেন না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন, আমি আপনাদের সাথে আছি। বিএনপি কারো ব্যক্তিগত চাঁদাবাজি, দখলদারিত্ব, কোন বেআইনি কাজের দায়িত্ব নিবে না আমি ঘোষণা করে যাচ্ছি। 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর মেম্বার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহেদুল আজম সাহেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রিয়াদ প্রমুখ।

সভা শেষে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।