বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ফাহাদের তোপে ধরাশায়ী ঢাকা, চট্টগ্রামের বিশাল জয়

| প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২৪ | ২:৫৭ অপরাহ্ন


সিলেট : এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগ। শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার ব্যাটিং বিপর্যয়ের নেপথ্য নায়ক ছিলেন পেসার ফাহাদ হোসেন। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ৬৪ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে বিনা উইকেটে ৬৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে শুরু থেকেই চাপে পড়ে তারা। ইনিংসের প্রথম বলেই ফাহাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আশিকুর রহমান (৪)। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরিফুল ইসলাম ও মাহিদুল অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন ফাহাদ। পরের ওভারে সাইফ হাসানকেও ফিরিয়ে ঢাকার টপ অর্ডারকে একেবারে ধ্বংস করে দেন তিনি।

ফাহাদের তোপের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। ইরফান হোসেন ও আহমেদ শরীফ দুটি করে উইকেট নেন। স্পিনার মাহমুদুল হাসান জয় তুলে নেন দুটি উইকেট। ৬৪ রানে অলআউট হওয়া ঢাকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন তাইবুর রহমান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন চট্টগ্রামের ওপেনার জয় ও তামিম। পাওয়ার প্লেতে ৪৮ রান তোলে তারা। এরপর বিনা ঝুঁকিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। ৪৪ রানে অপরাজিত থাকেন জয়। তামিম ইকবাল ২৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

**সংক্ষিপ্ত স্কোর:**

**ঢাকা বিভাগ:** ৬৪/১০ (১৬.৪ ওভার) (তাইবুর ৩০; ফাহাদ ৪/১১, ইরফান ২/১৩, শরীফ ২/১৬, জয় ২/৮)

**চট্টগ্রাম বিভাগ:** ৬৫/০ (১১ ওভার) (জয় ৪৪*, তামিম ২১*)