বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

| প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২৪ | ১২:১২ অপরাহ্ন


কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট: বিজয় দিবসে দেশবাসীকে জয়ের উপহার দিয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।

সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে ৫টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়াও জাকের আলী ২৭ বলে ২৭, মিরাজ ২৪ বলে ২৬ এবং শামীম হোসেন ১৩ বলে ৩টি ছক্কার সাহায্যে করেন ২৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক রভম্যান পাওয়েল ৩৫ বলে ৫টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। এছাড়া জনসন চার্লস করেন ২০ রান এবং রোমারিও শেফার্ড ১৭ বলে করেন ২২ রান।

বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নেন শেখ মেহেদী হাসান। মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। ম্যাচের শেষ ওভারে দুটি উইকেট নিয়ে দলকে জয় এনে দেন হাসান মাহমুদ।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।